“হানাবাড়ি-কিশোর হরর” বইয়ের ফ্ল্যাপের লেখা:
হরর এবং ভৌতিক গল্পের সংকলন হিসেবে হানাবাড়ি নামটি খারাপ নয়। যদিও আমি অন্য আরেকটি নাম দিতে চেয়েছিলাম। কিন্তু প্রকাশকের ধারণা কিশাের পাঠকরা এ নামটিই বেশি পছন্দ করবে! হানাবাড়ি কমন একটি নাম হতে পারে তবে গল্পটি মােটেই সাধারণ কোনাে ভূতের গল্প নয়। এ গল্পের শেষ লাইনটি পড়লে রীতিমতাে চমকে যেতে হয়! তবে চমকটি চমকই থাকুক। দশটি দারুণ গল্প নিয়ে সাজানাে হয়েছে হানাবাড়ি । টক মিষ্টি ঝাল সব স্বাদের হরর এবং ভৌতিক গল্প রয়েছে বইটিতে। ভ্যাম্পায়ার একটি উপন্যাসিকা বিশেষ। আতঙ্কের পৃথিবীর কলেবরও বেশ বড়। তবে এটি হরর সায়েন্স ফিকশন। এটি দারুণ একটি গল্প । হানাবাড়িতে আমি রাক্ষসী নামে একটি হরর রূপকথা দিয়েছি। এ গল্পটি সংকলিত। ছােটবেলায় একটি বইতে পড়েছিলাম। পড়ে খুব ভয় পেয়ে যাই। আমার ধারণা আমার সেই ভয় এ যুগের কিশােরদেরকেও খানিকটা সংক্রমিত করতে পারে। ভূতের উকিল খাঁটি ভূতের গল্প। ভূতের প্রতিহিংসাও তাই। তবে ভয়ঙ্কর ছুটি হরর কাহিনি। কিশােরদের স্টিফেন কিং খ্যাত আর.এল.স্টাইনের চমৎকার একটি গল্পের অনুবাদ এটি। প্রেতিনী পিশাচ কাহিনী।