বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
হৃদয়ছোঁয়া উপন্যাস কেবল আপনার হৃদয়কে স্পর্শ করবে না, জাগ্রত করবে আপনার চেতনা, উদ্বোধিত করবে আপনার মনন। আনিসুল হকের সাম্প্রতিক সেরা কাজগুলাে একসঙ্গে রাখা থাকল এখানে। সেলাই একটা মর্মস্পর্শী আখ্যান, যার পটভূমিতে আছে রানাপ্লাজা ট্রাজেডি। কিন্তু আসলে তা মানুষের গল্প, মানব-মানবীর গল্প। লিফটে আটকে পড়া যুবক-যুবতীরা আমাদের কালের আমাদের সময়ের আমাদের সমাজের গল্প। বর্তমান সময় আর তার রাজনীতি যে আমাদের ভালাে থাকবার অধিকার কেড়ে নিয়েছে, তা বিস্তৃত হয়েছে এই অভিনব উপন্যাসে। জেনারেল ও নারীরা আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিকায় লেখা পাকিস্তানি জেনারেলদের লাম্পট্য আর নিষ্ঠুরতার ইতিহাসনিষ্ঠ উপাখ্যান। ইয়াহিয়া, ভুট্টো থেকে শুরু করে বঙ্গবন্ধু, বেগম মুজিবকে পাওয়া যাবে এই উপন্যাসে। ও বন্ধু কাজলভােমরংপুর অঞ্চলের গাড়িয়ালদের মানবিক কাহিনি। প্রধানত প্রেমেরই উপন্যাস এটি। সময় বদলে যাচ্ছে, গাড়ি উঠে যাচ্ছে, গ্রামের মেয়েরা শহরে আসছে পােশাকর্মী হিসেবে। আনিসুল হন্তে এই বইয়ের উপন্যাসগুলাে সত্যি সত্যি আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে।