“আত্মহত্যা” বইয়ের পেছনের কভারে লেখা:বসার ঘরের দেয়ালে তিনটা পেইন্টিং আর কয়েকজন বিখ্যাত ব্যক্তির ছবি দেখা যাচ্ছে। ছবির বিখ্যাতরা হচ্ছেন জীবনানন্দ দাস, আর্নেস্ট হেমিংওয়ে, ভিনসেন্ট ভ্যান গগ, অ্যাডলফ হিটলার, ভার্জিনিয়া উলফ, চিত্রনায়ক সালমান শাহ আর টিভি অভিনেত্রী মিতা নূর। জল রঙে আঁকা পেইন্টিং তিনটির একটিতে দেখা যাচ্ছে, একটি মেয়ের সারা গায়ে দাউদাউ করে আগুন জ্বলছে আর মেয়েটি নির্বিকার, ঠোটের কোণে তির্যক হাসি ফুটিয়ে তাকিয়ে রয়েছে। আরেকটি পেইন্টিং-এ একটি ডুবন্ত মেয়ের ছবি। অন্য পেইন্টিংটিতে একটি ঝুলন্ত ফাঁসির দড়ির ছবি। যে ক’জন বিখ্যাত ব্যক্তির ছবি এইঘরে রয়েছে তারা প্রত্যেকেই আত্মহত্যা করেছিলেন। আর পেইন্টিং তিনটির বিষয়বস্তুও কোনাে না কোনােভাবে আত্মহত্যার সাথে মিল রেখে । এটা কি কোনও কাকতালীয় মিল?