“বিখ্যাত ১২টি গোয়েন্দা কাহিনি” বইয়ের শেষের কভারে লেখা:বিশ্বখ্যাত ১২ জন লেখকের সেরা গােয়েন্দা কাহিনি নিয়ে এই সংকলন। সবগুলােই অনবদ্য কিশাের গােয়েন্দা কাহিনি। যা পড়ে ক্ষুদে পাঠকরা বেশ আনন্দ পাবে। এতে কিছু কাহিনি অসাধারণ গােয়েন্দা রহস্যে ভরপুর। যেগুলাে গােয়েন্দা শার্লক হােমস কিংবা রহস্যের নতুন জগতে নিয়ে যাবে। তেমনি ‘সিক্রেট প্যান’ স্যার আর্থার কোনান ডয়েল-এর অনবদ্য গােয়েন্দা কাহিনি। অদ্ভুত রহস্যের হাতছানি আছে ‘ক্যামডেন কিলার’ খ্যাত অস্টিন ফ্রিম্যান-এর রচিত সেরা গােয়েন্দা কাহিনির পড়তে পড়তে। অপরদিকে ‘অপহরণ’ আগাথা ক্রিস্টির এক দুর্ধর্ষ গােয়েন্দা কাহিনি। নিকোলাস বেন্টলি’র ‘ডিটেকটিভ’ পড়েও অনেক পাঠক দারুণ মজা পবে। এ গল্পের নায়ক স্রেফ একজন সেলসম্যান হলেও গােয়েন্দাগিরিতে সে হােমস কিংবা পােয়ারাের চেয়েও মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এসব রহস্যময় ও গােয়েন্দা কাহিনি ক্ষুদে পাঠকদের যেমন আনন্দ ও বিনােদন যােগাবে তেমনি রীতিমতাে চমকে দেবে। কিশােরদের পাশাপাশি সব বয়সী পাঠকরাই কাহিনিগুলাে পড়ে আনন্দ পাবে বলে আমার বিশ্বাস।