ঘােড়ার পাশেই পড়ে আছে রুপাের। স্যুট। হয়তাে আরােহীর। আরােহী। নেই। নাসির ঘােড়াটিকে লুকিয়ে রাখে । আড়ালে। আগেরটির সঙ্গে। রাত। পােহালে নাসির ফিরে আসে বাড়ি।। আবার আনন্দের ঢল নামে কৃষক। ওয়াজিউদ্দিনের চোখে। নাসিরকে। জড়িয়ে ধরে বুকে। আর রাগে-হিংসায়। ফোস ফোস করতে থাকে বড় দু ভাই। জমির আর ছমির। তৃতীয় রাত। নাসির পাহারায় গেল। গােলাবাড়িতে। একই রকম ঘটনা ঘটল আজও। নাসিরের হাতে এল এবার। রাজকীয় সাদা ঘােড়া। সঙ্গে সােনার। স্যুট। তিন রাতে পাওয়া তিনটে ঘােড়া। আর তিনটি স্যুট সযত্নে লুকিয়ে রাখল। নাসির। কাকপক্ষীও টের পেল না এই ঘটনা। চতুর্থদিন থেকে গােলাবাড়ি। হলাে শান্ত। পাহাড় চূড়া হলাে নিরাপদ।। নাসির মালিক হলাে তিন ঘােড়া আর। তিন মূল্যবান স্যুটের। কেউ জানল না। এরপর কী হলাে? জানতে হলে পড়তে হবে পুরাে বই।