“গোয়েন্দা কাহিনিঃ নুহাশ এবং তার বিচ্ছুবাহিনী” বইয়ের পেছনের কভারে লেখা:নুহাশ, মানিক, জাহিদ, অপূর্ব, বিপ্লব ও ডেভিড। ছয় বন্ধু। ওদের গলায় গলায় ভাব। ওরা স্কুলে ও বাইরে সবসময় একসঙ্গে থাকে। ফুটবল খেলে, ক্রিকেট খেলে।
অ্যাডভেঞ্চারের পেছনে ছােটে। দুর্ধর্ষ সব কাজে জড়িয়ে পড়ে। এলাকায় ওরা বিচ্ছুবাহিনী নামে পরিচিত হয়ে ওঠে। স্কুলে ইতিহাস পড়ান মুজাহিদ স্যার। তিনি একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরােধিতা করেছিলেন। রাজাকার বাহিনীতে যােগ দিয়েছিলেন। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করল এবং বাঙালিদের জয় হলাে। এটা হলাে বীর বাঙালির অহঙ্কারের ইতিহাস। পরাধীনতার শিকল থেকে মুক্তি পাওয়ার ইতিহাস। এ কারণেই মুজাহিদ স্যার বাঙালিদের সহ্য করতে পারেন না। তিনি এখনও এ দেশটিকে স্বাধীন বাংলাদেশ বলে স্বীকার করেন না। এ কারণে নুহাশ ও তার বিচ্ছুবাহিনী তাকে শায়েস্তা করে গভীর জঙ্গলে পালিয়ে যায়। এখানে ঘটে রােমহর্ষক সব ঘটনা।
মানবপাচারকারীরা নারী ও শিশুদের ধরে এনে জঙ্গলের সুড়ঙ্গের নিচে আটকে রেখেছে। বিদেশে পাচার করা হবে তাদের। অ্যাডভেঞ্চারপ্রিয় ছয় বন্ধু নেমে পড়ে