“প্রাণীজগত: কিশোর জ্ঞান-বিজ্ঞান সিরিজ-৩” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
কিশাের জ্ঞান-বিজ্ঞান সিরিজের তৃতীয় বই প্রাণিজগৎ। এ বইতে প্রাণিজগৎসম্পর্কিত যত প্রশ্ন মাথায় আসতে পারে, তার বেশিরভাগই দেওয়া হয়েছে। প্রাণিজগৎ একটি বিশাল বিষয়। আর আমাদের বইটি শিশু-কিশােরদের জন্য। তাই স্বল্প পরিসরের এ বইতে প্রাণিজগৎ নিয়ে শিশু-কিশােরমনে যেসব সাধারণ প্রশ্ন জাগতে পারে, মূলত সেগুলােকে নিয়েই সাজানাে হয়েছে বইটি। আমরা নিশ্চয়তা দিয়েই বলতে পারি, বাংলা ভাষায় শুধু শিশু-কিশােরদের জন্য লেখা এ ধরনের বই খুবই দুর্লভ। বইটি রচনায় আমরা সাহায্য নিয়েছি মূলত Encyclopedia of animals জাতীয় বইয়ের। এসব বইতে প্রাণিজগৎ নিয়ে গুরুত্বপূর্ণ যেসব তথ্য রয়েছে তার প্রায় সবই বর্তমান বইটিতে সন্নিবেশিত হয়েছে। এ ছাড়াও অন্য যেসব বইয়ের সাহায্য নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে Tell_Me Why series, Children’s Encyclopedia, Question and Answer Encyclopedia, The Giant Book of Questions and Answers, 1000 Questions and Answers, Tell Me When series-সহ আরাে বেশকিছু বই। আমাদের বিশ্বাস, এ বই পড়ে প্রাণিজগৎ বিষয়ে শিশু-কিশােরদের জ্ঞান যথেষ্টই সমৃদ্ধ হবে।