“অচিন আলোকুমার ও নগণ্য মানবী” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মরিয়ম হুসনা জাহান নামের এক সামান্য নারীর। গল্প এটি! আবার, অচিন এক দেশের এক অভিনব আলাে-মানুষেরও গল্প এটি। রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক বিধি-বন্দোবস্ত, চালু সামাজিক রীতিনিয়ম ইত্যাদির ক্রুর ঝাপটায় ঝাপটায় যখন জীবন ক্লিষ্ট আর ধুকন্ত; যখন শুকিয়ে গেছে প্রাণের সবখানি আশা, যখন লুপ্ত হয়ে গেছে। পরিত্রাণ পাবার সকল সম্ভাবনা- তেমন ক্লিন্ন-ক্লিসিত সময়ে আচমকা, মরিয়ম হুসনা জাহান নামের মেয়েটিকে এসে আঘাত করে নতুন আরেক দুর্বিপাক! সেই ত্রাস ও বিপন্নতার কালে, মেয়েটির দেখা হয়, অদ্ভুত অভিনব একজনের সাথে! তার নাম আলােকুমার! সেই জনই কি না মরিয়ম হুসনা জাহানের জন্য বয়ে এনেছে ঘন, গহন দুর্বিপাকের কাল!