আমি পূর্বজন্মে বিশ্বাসী নই; তবুও ভাবনার মগডালে বাঁদুরের মতো ঝুলে থাকি সেটা কোন পৃখিবী- যেখানে পাখি,বৃক্ষ,নদীর মতো মানুষ একটি ধর্ম পালন করত অস্ত্র শব্দটা কোনো টেক্সট বুকে ছিল না আমি খুব আশ্চর্যান্বিত !ধর্ম,অস্ত্র শুধূ মানুষের জন্য সৃষ্টি ! অথচ আমি জানি-ক্ষুধা ও নারী,সবচচেয়ে বড় ধর্ম ও আগ্নেয়াস্ত্র।