“ভয়ংকর অভিযান” বইয়ের সংক্ষিপ্ত কথা:
ভয়ংকর অভিযান একটি অ্যাডভেঞ্চার উপন্যাস। এই উপন্যাসের নায়ক পাঁচজন কিশোর। একই স্কুলে পড়ে তারা। মাঝে মাঝে নানা জায়গায় অ্যাডভেঞ্চার বেরিয়ে পড়ে। স্কুলের বন্ধুদের সাথেও করে নানারকম দুষ্টুমি। আবার অ্যাডভেঞ্চারে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীনও হয়। কিন্তু সেসব বিপদ কাটিয়ে ওঠে বুদ্ধি ও কৌশল দিয়ে। একবার এক পাহাড়ে যায় পাঁচজন। ভয়ংকর সে পাহাড়। সেখানে গিয়ে ডাকাতদের কবলে পড়ে। কিন্তু কৌশল দিয়ে ডাকাতদের ধরে ফেলে ওরা। কিশোর বন্ধুরা, ভয়ংকর অভিযান পড়তে পড়তে তোমরাও বেরিয়ে পড়তে পার অভিযানে।