“দেহতত্ত্ব ও মন” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
দেহতত্ত্ব ও মন নামক বইটি মানুষসহ অসংখ্য প্রাণী দেহ, আচরণ, কর্মবৈশিষ্ট্য, যৌনচরিত্র, খাবার পদ্ধতি , জীবনযাপন ধারা, আবাসনসহ সার্বিক বিষয় নিয়ে বিশ্লেষনধর্মী গ্রন্থ। মানুষের চোখে নয় লক্ষ রিসিভার। কানে ৩০ হাজার রিসিভার। মস্তিস্কে কোটি কোটি তন্তি। কিভাবে তাদের দায়িত্ব পালন করে তার বিবরন এই বইতে পাওয়া যাবে। তাছাড়া এমন প্রাণী আছে যাদের সারা দেহে যৌনাঙ্গ। এমন প্রাণী আছে যারা একবার যৌনক্রিয়া শুরু করলে তা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। এমন প্রাণী আছে যাদের একটি ডিম থেকে ১৫ শত পর্যন্ত বাচ্চা জন্ম হয়। এমন সব দূর্লভ তথ্য, তত্ত্ব-উপাত্ত নিয়ে গবেষনামূলক এই বই।