”আট রহস্য” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
সকাল সাড়ে সাতটা। ২০ শ্রাবণ। ঝকঝকে রোদ। আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই। সাড়ে আট ফুট লম্বা একটা ছায়া এসে দাঁড়াল ব্যস্ত এক বাসস্ট্যান্ডে। ঠিক বারো সেকেন্ড পর সাড়ে নয় ফুট লম্বা আরেকটা ছায়া এসে দাঁড়াল আট ফুট লম্বা ছায়ার পাশে। আট ফুট লম্বা ছায়া বলল, ‘একটু পর এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটবে।’
সাড়ে নয় ফুট লম্বা ছায়া জানতে চাইল, ‘কী ঘটনা?’ আট ফুট লম্বা ছায়া আর কিছু বলল না। ওর ভাব দেখে মনে হলো আর কিছু বলার জন্য ও তৈরি নয়। কিংবা আর কিছু যে বলতে হবে সেটা ও জানেই না।
আরো একটু পর আরো কিছু ছায়া এসে দাঁড়াল আট ফুট লম্বা ছায়ার চারপাশে। এদের মধ্যে সবচেয়ে লম্বা ছায়াটা হচ্ছে এগারো ফুট । এগারো ফুট লম্বা ছায়া প্রতিদিন এখানে এসে দাঁড়ায়। বাসের জন্য অপেক্ষা করে। আর বাস এলেই ঢুকে যায় বাসের ভেতর।
বাকি ছায়াগুলোও বাসের অপেক্ষায় থাকে। বিভিন্ন রুটের বাস এসে থামে এখানে। আর ছায়া নিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রী নিয়েই ছুট দেয়। বাস আর বাসযাত্রী-ভীষণ ব্যস্ত থাকে এই সকালে ।