এ বইটি কাউকে দায়ী করার জন্য নয়, কোন দোষ নিজের কাধে নেবার জন্যও নয়। মৃত্যুর জন্য যারা মুখােমুখি লড়াই করেছে তাদের কোন দুঃসাহসী অভিযান কাহিনি তাে নয়ই। এটাতে শুধু বলার চেষ্টা করা হয়েছে একটা প্রজন্মের দুর্ভাগ্যের কথা- যারা গােলার আঘাত থেকে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও- যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল। -এরিখ মারিয়া রেমার্ক