অদ্ভুত সব মানুষের গল্প বলতে জানেন দীপান্বিতা রায়। আমাদের চারপাশে ঘুরঘুর করতে থাকা, বেঁচে থাকা বিচিত্র সব মানুষজনকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। আর তার সেই দেখার তীক্ষম পর্যবেক্ষণ, বিশ্লেষণ আর ঘটনার টানটান জমাট উপস্থাপন এই বইয়ের গল্পগুলােকে দিয়েছে আলাদা ব্যঞ্জনা। র-এ রহস্য গল্পগ্রন্থে রাতের চৌকিদার, বামাপদবাবুর ছবি, মরা সাহেবের কোর্ট, নন্দবাবুর ডুপ্লিকেট, মােবাইলের মামদোবাজি, ভুতুড়ে বাড়ি, উনি কে?এই সাতটি দুর্দান্ত গল্পের সমাহার। এসব গল্পে পাঠক নিজেদের খুঁজে পাবেন, পাবেন ভিন্নরকম অভিজ্ঞতা। বইয়ের গল্পগুলাে পড়ামাত্রই পাঠকের চিন্তার রাজ্যে, ভাবনার রাজ্যে তুমুল আলােড়ন তুলবে- এমন ধারণা করা অযৌক্তিক হবে না। দীপান্বিতা রায়ের গল্পের কাহিনি, ভাষা, কাঠামাে সর্বোপরি উপস্থাপন রীতি আর দশজন লেখকের চেয়ে স্বতন্ত্র। তার লেখার পরতে পরতে থাকা রহস্যের প্রলেপ আর নান্দনিক গতিশীলতা পাঠকের অন্তরে নতুন প্রশ্নের উদ্রেক করে।