বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা, স্থপতি এবং রূপকার। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এর একটি অর্থবােধক আর্থসামাজিক চরিত্রদানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরলস সংগ্রাম, আত্মত্যাগ এবং রাষ্ট্রচিন্তার বিষয়গুলাে সকল সময়েই গভীরভাবে পর্যালােচনার দাবি রাখে। এ পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে যত লেখালেখি হয়েছে পৃথিবীতে বােধকরি আর কোনাে নেতাকে নিয়ে এত লেখালেখি হয়নি। মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত, দুলাখ মা-বােনের সম্মানের বিনিময়ে, অসংখ্য মানুষের দুঃখ কষ্টের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা। আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে অসংখ্য কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, নাটক লেখা হয়েছে। ইতােপূর্বে সবগুলাে বিষয়ই আমি ক্ষুদ্রাকারে হলেও সংকলন করেছি। এবারের সংকলনে প্রতিনিধিত্বশীল কবিতা ও ছড়া দেয়ার চেষ্টা করা হলাে। আশা করি আমাদের নবীন-প্রবীণ প্রজন্ম হৃদয় নিংড়ানাে কবিতা ও ছড়াগুলাে পড়ে আপ্লুত হবেন, মহান মুক্তিযুদ্ধে আপামর জনসাধারণের ত্যাগ-তিতিক্ষার অবর্ণনীয় দুঃখ ভােগ, শৌর্যবীর্যের কথা জানতে পারবেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে মননিবেশ করতে পারবেন। সংকলকের অনান্য বইয়ের মতাে এই বইটি পাঠ্য প্রিয়তা পাবে এটাই প্রত্যাশিত।