“শ্রেষ্ঠ কবিতাসমগ্র” বইটির প্রথম অংশ থেকে নেয়াঃ
জীবনানন্দ দাশের সমগ্র রচনায় একটি বিষন্ন গাম্ভীর্য পরিব্যপ্ত। তাঁর সমস্ত কবিতাই কোনাে কোনাে অর্থে প্রকৃতির কবিতা। পয়ার ছড়ার অন্য কোনাে ছন্দও তাঁর কবিতায় দেখা যায় না। কবিতার পরতে পরতে তিনি চিত্রের পর চিত্র সাজিয়ে গেছেন। এ জন্যেই তাঁর কবিতাকে বলা হয়েছে চিত্ররূপময়। এ চিত্র কখনাে সহজ সরল বাংলার মুখ ও অনাদিকালের চিরচেনা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে নিজস্ব ভাষা ও আঙ্গিকের স্বচ্ছতায়, আবার কখনাে হয়েছে ইতিহাসের করাল বলয়ে সিক্ত। একই সঙ্গে সমাজের পরতে পরতে ঢুকে খুঁজে এনেছে সম্ভাব্য শুদ্ধিয়ে ঢেউ। ইতিহাস ও ঐতিহ্যের হাত ধরে বাংলাদেশের পথ থেকে তিনি আমাদের নিয়ে গেছেন পৃথিবীর পথে। বছরের পর বছর ধরে জানতে চেষ্টা করেছেন একজন দাশংনিক কবিকে যার ফসল ‘এ পােয়েট এপার্ট’ গ্রন্থ। জীবনানন্দ দাশকে জানার, বােলার ও দেখার জন্যে এ গ্রন্থ পূর্ব ও পশ্চিমের সিঁড়ি।