মধ্যপ্রাচ্য এমন একটি জায়গা যেখানে সকল যুগেই বহু গুরুত্বপূর্ণ ঘটনা। ঘটেছে এবং সবার দৃষ্টি এ জায়গার দিকেই যেন নিবদ্ধ। মধ্যপ্রাচ্যের ঘটনা যুগে যুগে ঝলসে উঠে বাকি পৃথিবীকে যেন বারবার ম্লান করে দিয়েছে। সেই মধ্যপ্রাচ্যকে ঘিরে বিশ্বের সব শক্তি কূটনীতি ও রণনীতি বাস্তবায়িত করতে আগেও চেয়েছে এবং বর্তমানেও অবস্থা সেরকমই আছে। এখানে শান্তি যেন সুদূরপরাহত। প্রথম ও দ্বিতীয় এই দুই বিশ্বযুদ্ধেরও বহু আগে থেকে মধ্যপ্রাচ্য নিয়ে বহু শক্তির বহু পরিকল্পনা প্রস্তুত ছিল। অক্ষশক্তি ও মিত্রশক্তি যার যার মতাে এই এলাকায় প্রভাব বিস্তার করতে চেয়েছিল। তবে এই এলাকার ওপর নজর রাখতে গেলে ভূমধ্যসাগরের কাছাকাছি বলকান এবং ককেশাস অঞ্চলে প্রভাব বিস্তার করা জরুরি।