“দ্য কেস-বুক অব শার্লক হোমস” বইয়ের পেছনের কভারে লেখা:শার্লক হােমস নামটি শােনেনি এমন মানুষ খুব কমই আছে। ১৮৮৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত। তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। যদিও চরিত্রটি কাল্পনিক যিনি পেশায় একজন কনসালটিং ডিটেকটিভ। তার কাছে নিয়ে আসা এমন কোনাে সমস্যা নেই যা তিনি সমাধান করতে পারেননি। তার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। শুধুমাত্র একজন। মানুষের পরনের শার্ট, প্যান্ট অথবা হাতের আঙুল দেখেই তিনি বলে দিতে পারতেন লােকটির অতীত-বর্তমান। শার্লক হােমসের অভিযানগুলাের গল্প কিন্তু তিনি নিজে বলেননি। আরও মজার বিষয় হলাে শার্লক হােমস নিয়ে লেখা বইগুলাের লেখক স্যার আর্থার কোনান ডয়েল নিজের মুখেও তা বর্ণনা করেননি। সবগুলাে কাহিনিই বর্ণিত হয়েছে ড. জন ওয়াটসনের দ্বারা। ড. ওয়াটসন ছিলেন লেখকের সার্বক্ষণিক সঙ্গী।
বেখেয়ালী শার্লক হােমস, যার থাকত না কোনাে নাওয়া-খাওয়ার সময়সূচি। মুখে থাকত সব সময় পাইপ। বেশির ভাগ সময় পড়াশােনা করতেন ফরেনসিক সাইন্স নিয়ে। তার হাতে কেস না থাকলে তিনি পেথেডিনও ব্যবহার করতেন।
এই মজার চরিত্রের মানুষটির বিভিন্ন দুঃসাহসিক অভিযানগুলাে নিয়েই সাজানাে হয়েছে দ্য কেস বুক অব শার্লক হােমস