“ইতিহাসের সত্য গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বইটি ইতিহাসের, আবার গল্পেরও। গল্পের মতাে করে ইতিহাসের সত্য কাহিনিগুলােকেই বলে গেছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক ও গবেষক খন্দকার মাহমুদুল হাসান।
বইটার শুরু হয়েছে সেই অদ্যিকালের ঘটনা দিয়ে, যখন মানুষ জানত না টাকাপয়সার ব্যবহার পর্যন্ত। তারপর একে একে উঠে এসেছে বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ সব ঘটনা। আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসও। মুঘল আমলে সুদূর ইউরােপ থেকে ঢাকায় আসা দুঃসাহসী অভিযাত্রীর কথা, বাংলার অপূর্ব টেরাকোটায় মােড়া কান্তজী মন্দিরের কথা, মুঘল আমলে বাংলায় আসা দুঃসাহসী অভিযাত্রী জেমস রেনেলের অভিযান কাহিনি, প্রথম মহাযুদ্ধকালের বাঙালি সৈনিকদের কথা, নজরুল-জীবনানন্দের জীবনের অজানা কাহিনি, উপেন্দ্রকিশাের-প্রমােদচরণের কথা, বাংলাভাষায় ছােটোদের পত্রিকার কথা আর সেকালের রেলগাড়ি ও রেলযাত্রার দারুণ মজাদার সব কাহিনি আছে এ বইয়ে। আছে চীনের হরেক রকমের ঘুড়ি আর অস্ট্রেলিয়ার পাখির কথাও। এ ছাড়াও আরও কত কিছু যে আছে এতে! সে সব জানতে হলে পড়তেই হবে এ বই। শুধু ছােটোদের নয়, বড়ােদেরও খুব ভালাে লাগবে এ বই। কারণ এ বইয়ের ভাষায় অন্য রকমের জাদু আছে। শুরু করলে শেষ না করে উপায় থাকে না।