‘স্যার, না! স্যার, না!’ ধরা পড়ে গিয়ে দরদর করে ঘামছেন হাসান। স্যার, আমি বিশ্বাস করি, আপনার প্রতি সত্যি আমার অগাধ আস্থা…’
সরাসরি সহযােগীর চোখের দিকে তাকালেন রায়হান চৌধুরি, কিছুটা সময় নিয়ে বললেন: ‘আমি কী বলতে চাইছি সেটা কি বুঝতে পারছ তুমি?’ হাসান নির্বাক। এসব মহাজাগতিক ব্যাপার নিয়ে গবেষণা করা অনেক আগেই ছেড়ে দিয়েছেন তিনি। কাউকে বলেননি…তবে তাঁর মনে হয়েছে এসব। ব্যাপার নিয়ে গবেষণা করলে ঘাড়ের ওপর তার ছােট্ট যে মাথাটা আছে যে কোনাে সময় বিগড়ে যেতে পারে সেটা।