মানুষের নিজেকে দেখার উপায় দুটি। প্রথমত আয়না দ্বিতীয়ত গার্লফ্রেন্ড । এই কথাটা অ্যারিস্টটলের বলে যাওয়ার কথা ছিল। হয়তাে বলে গেছেন আমাদের কাছে আসেনি। এটা ভেবে বের করেছে আরেকজন। তার মতে, আয়না দেখায় বুকের ওপরে শার্টের বােতাম খােলা। গার্লফ্রেন্ড দেখায় বুকের ভেতরে প্রেম আর প্রেম। ভেতর-বাহির কমপ্লিট প্যাকেজ! নিজে নিজে কি এভাবে দেখা সম্ভব ছিল! আয়না। আসক্ত এক জীবনের গল্প এবং তার সাথে মিশে থাকা অনেকগুলাে জীবনের গল্প নিয়ে এই উপন্যাস। কে জানে এই বইটিই হয়তাে পড়তে পড়তে অলক্ষেই আয়না হয়ে উঠবে আপনার কাছে!