বিন্দু মামা বলল, “কি রে কি ভাবছিস? ‘ভাবছি বকটির খাদ্য নিয়ে। এত পাপ কিভাবে জোগাড় করব?’ ‘আমি কিন্তু এটা নিয়ে মােটেও চিন্তিত নই। বকটির খাবার যদি পাপ না হয়ে পুণ্য হতাে তাহলে একটা চিন্তার বিষয় ছিল। পৃথিবী হচ্ছে একটি পাপের জায়গা। এখানে পাপ মহামারির মত ছড়িয়ে আছে। এখানকার মানুষগুলাে বিচিত্র পাপ করে অভ্যস্ত। পাপ খুঁজতে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না।’ ‘কিন্তু বকটি পাপ খাবে কি করে বিন্দু মামা?’ ‘সেটাও খুবই সহজ। দাড়া তােকে দেখাচ্ছি।’- এই বলে বিন্টু মামা বকটিকে জিজ্ঞেস করল, “কি গাে পাপ কেমন খেলে? বকটি স্পষ্ট মানুষের মত করে বলল, ‘ভালাে না। অল্প খেয়েছি। সামান্য পাপ। বিন্দু মামা বকটিকে আবারাে জিজ্ঞেস করল, “কি পাপ খেলে? কার পাপ খেলে?” বকটি বলল, “রজতের গাছের ডাল ভাঙার পাপ। রজত অবাক হল। বকটির কথা শুনে তার হঠাৎ মনে পড়ল- আসার পথে সে একটি গাছের ডাল ভেঙেছিল। বকটি সেই ডাল ভাঙার কথাই বলছে।