১৯৭১ এ বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল মহান এক নেতার উদাত্ত আহ্বানে। মহান সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ঘােষণা- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। বাংলাদেশের ইতিহাসে গৌরবময় একটি অধ্যায় একাত্তরের মুক্তিযুদ্ধ। একাত্তরের পটভূমিকায় লেখা বেশ কয়েকটি গল্প সংকলিত হয়েছে এ গ্রন্থে। বাস্তব ঘটনার আলােকে লেখা গল্পগুলােতে বাঙালির সাহসী লড়াই, অকুতােভয় অদম্য মনােভাব, চরম আত্মত্যাগ এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রকাশ ঘটেছে।