“একাত্তরের সূর্য” বইয়ের প্রথম ফ্ল্যাপের লেখা:
মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। এ যেন বাঙালির হাজার যুগের স্বপ্নের রূপায়ণ। যুগ-যুগ ধরে অধীনতার যন্ত্রণা সয়ে বাঙালি হয়ে উঠেছিল। জগতের এক চিরদুখী জাতি। এর মধ্যে থেকেও এদেশের কিছু সাহসী মানুষ উৎপীড়ক শাসকগােষ্ঠীর বিরুদ্ধে রীতিমতাে যুদ্ধ করেছে। কিন্তু রক্তই ঝরেছে শুধু, মুক্তি আসেনি। এভাবে বহুকাল অতিক্রমের পর বাংলাদেশের নিপীড়িত মানুষের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হন কালজয়ী মহাননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর। তাঁর নেতৃত্বে জাতি পরাধীনতার শেকল ছেড়ার মন্ত্রে উদ্দীপ্ত হয় এবং সশস্ত্র মুক্তিসংগ্রামের ভেতর দিয়ে আসে প্রিয় স্বাধীনতা। এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আমাদের কবি-সাহিত্যিকদের নিরন্তর প্রেরণা জোগায় সজন-সষ্টিতে। বাংলাদেশের জনপ্রিয় শিশু-সাহিত্যিক ফজলে আহমেদও সেই চেতনায় উদ্ভাসিত এক সৃজনশিল্পী। এই সফল শিশুসাহিত্যিক আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য গল্প লিখেছেন। একাত্তরের সূর্য তার অনন্য কিছু মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের গ্রন্থরূপ। আশা করি, বইটি আমাদের শিশু-কিশাের পাঠকদের অন্তর আলােকিত করবে।