একটি রহস্যময় লােক। জটাধারী প্রায় উল্টানাে চোখে চেয়ে থাকে আকাশের দিকে। তার হাতে এসে বসে স্বর্ণ ঈগল। একটি দুটি নয়- শত শত। বসে একটির পিঠে একটি দেখে মনে হয় ঈগল মিনার। ঈগল নিয়ে খেলা করে লােকটি। মুখে তার একটি বুলি- পৃথিবী রহস্যময় বােঝে না মানুষ। এই রহস্যময় লােকটিকেই স্বপ্নে দেখে ইশতিয়াক। তাকে নিয়ে যায় আশ্চর্য এক আয়না ঘরে। যেখানে চারিদিকে উপরে নীচে কেবলই আয়না আর। আয়না। এমন আয়নায় ফুটে ওঠে মানুষের ছবি, সেই লােকটির মুখ আর লাল গােলাপ। ইশতিয়াক যেখানে পা রাখে সেখানে ও ফেটো গােলাপ ফুল। এভাবে ওর হেটে আসা পথ হয় গােলাপ পাপড়ির পথ। এমন ঘাের লাগা ঘােরে যখন বিস্মিত ইশতিয়াক তখনই লােকটির অট্টোহাসি সারা ঘর কাঁপিয়ে তােলে। শেষতক লােকটির আচরণ কি দাঁড়ায়? কী করে লােকটি! কী হয় ইশতিয়াকের! এমন বিস্ময়কর কাহিনী নিয়ে আয়না ঘরের ফল।