বঙ্গবন্ধুর গল্প

৳ 240.00

লেখক আনোয়ারা সৈয়দ হক
প্রকাশক রাত্রি প্রকাশনী
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১২০
সংস্কার 1st Published, 2020
দেশ বাংলাদেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবি, কথাশিল্পী, নাট্যজন, প্রবন্ধ-নিবন্ধকার, শিশুসাহিত্যিক-সবাই নানান আঙ্গিকে লিখেছেন তাঁদের লেখমালা। এতসব লেখার ভিড়ে বরেণ্য কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হকের এই গল্পগুলো বিশিষ্ট এই কারণে যে, এর অধিকাংশ গল্প বঙ্গবন্ধুর দু’টো অসামান্য বই অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা উপজীব্য করে লেখা। এই কথাসাহিত্যিক-প্রয়াসে পাওয়া যাবে বঙ্গবন্ধুর অন্য এক প্রতি”ছবি যেখানে অতিসাধারণ বিষয়েও তাঁর অসাধারণত্ব ফুটে উঠে। সঙ্গে আছে ১৯৭১-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ১৯৭৫-এর ১৫ই আগস্ট নিষ্ঠুর ঘাতকদের নির্মম হত্যাযজ্ঞের প্রাণ-হারানো বঙ্গবন্ধুর দাফন নিয়ে দু’টো বড় গল্প। শিশুকিশোরদের উপযোগী করে লেখা এই বই। তবে লেখার অন্তর্সম্পদে, বিশেষত ভাষার মায়াবুননে আর অনন্য আখ্যানগুণে ছোটবড় সবার প্রাণস্পর্শ করে যাবে গল্পগুলো।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আনোয়ারা সৈয়দ হকের বঙ্গবন্ধুর গল্প এই মহাজীবনকে কথাসাহিত্যিক ক্যানভাসে নতুন করে উন্মোচিত করবে।
পিয়াস মজিদ

আনােয়ারা সৈয়দ হক মাত্র বারাে বছর বয়সে হাতে তুলে নিয়েছিলেন কলম। সেই থেকে কোনােদিন তার লেখা বন্ধ হয় নি। মুক্তিযুদ্ধের। সময় যখন তার মুখ ছিল বন্ধ এবং তিনি। পাকিস্তানি মেডিক্যাল কোরে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন, তখনাে তিনি লিখে। গেছেন বন্দী জীবনের দৈনন্দিন সংগ্রামের কথা। সেই সংগ্রাম, সেই নীরব অশ্রুপাত, স্বামী কবিসব্যসাচী সৈয়দ শামসুল হক-কে নিরাপদে দেশের বাইরে পাঠাবার এবং সফল হওয়ার যে ইতিহাস মূলত পরবর্তী জীবনে তাঁকে জীবন সম্পর্কে, মানুষের বেঁচে থাকা সম্পর্কে, বন্দী মানুষের। মুক্তিসংগ্রাম সম্পর্কে শিখিয়েছে অনেক। নিরন্তর সাহিত্য রচনার ফলশ্রুতি হিসেবে তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা এবং পদক। তার। ভেতরে অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, চাদের হাট পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার, ইউরাে পুরস্কার, অনন্যা শীর্ষ দশ পুরস্কার, পদক্ষেপ সম্মাননা, মাইকেল মধুসূদন পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার ইত্যাদি। বিশেষ করে ২০০৯ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার এবং দু’হাজার উনিশ সালে পেয়েছেন একুশে পদক।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ