ক্ষুদে বিজ্ঞানী ওমর জামিল মনের গােপন কথা এবং মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করে হৈ চৈ ফেলে দিলাে চারিদিকে। বাইরে ভদ্র অথচ ভেতরে অপরাধী এমন গােষ্ঠী ক্ষেপে গেলাে ওমর জামিলের ওপর। ক্ষেপে গেলাে কারণ, ভদ্রতার মুখােশ। পরা মুখগুলাের ভেতরজগৎ প্রকাশ্য করে দেবে তার এ বিস্ময় আবিষ্কার। এমন ভয় থেকে ওমর জামিলকে কিডন্যাপ করে অপরাধী চক্র। তাকে উদ্ধার করার লক্ষ্যে ছুটে যায় সম্রাট। খুঁজতে খুঁজতে এক সময় সম্রাট সন্ধান পায় এক ভয়ঙ্কর গুহার সাম্রাজ্য। যেখানে বন্দি ক্ষুদে বিজ্ঞানী ওমর জামিল। সেখানে পৌছাতেই হবে সম্রাটকে ওমর জামিলকে উদ্ধার করতেই হবে। কিন্তু কোন পথে? কীভাবে? কেমন করে? সম্রাট কী পৌছাতে পারবে এমন ভয়ঙ্কর গুহায়? উদ্ধার করতে পারবে কী ওমর জামিলকে। এসব জিজ্ঞাসার জবাব নিয়েই এই রহস্য উপন্যাস-গুহার সাম্রাজ্যে।