এমনই করে বাঘা ওয়াঙের পুত্র ওয়াঙ ইওয়ান জীবনে প্রথম তার পিতামহ ওয়াঙ লাঙের মাটির বাড়িতে প্রবেশ করল। ওয়াঙ ইওয়ান উনিশ বছর বয়সে দক্ষিণাঞ্চল থেকে তার বাপের সঙ্গে বিবাদ করতে স্বগৃহে প্রত্যাবর্তন করল। শীতরাতের উত্তুরে হাওয়ায় তাড়িত তুষার বারবার জাফরিতে লেগে প্রতিহত হচ্ছিল। বাঘা ওয়াঙ তার হলকামরায় জ্বলন্ত অঙ্গারপাত্রের সামনে বসে ভাবছিলেন। এমনই বসে ভাবতে তার ভালাে লাগে। তিনি সবসময় ভাবতেন, তাঁর ছেলে সােমত্ত হয়ে একদিন বাড়ি ফিরবে; বার্ধক্যের দরুন তিনি যেসব পরিকল্পিত বিজয়-অভিযান বাস্তবায়িত করতে পারেননি, তাঁর ছেলে তাঁর সেনাবাহিনী সমভিব্যাহারে সেসব অভিযান পরিচালনা করবে। সে-রাতেই বাঘার পুত্র ওয়াঙ ইওয়ান অপ্রত্যাশিতভাবে বাড়িতে এসে উপস্থিত হল। সে বাপের সামনে এসে দাঁড়াল। বাপ ছেলের গায়ে নতুন উর্দি দেখতে পেলেন; বিপ্লবী উর্দি। বিপ্লবীরা বাঘার মতাে সমরনায়কদের দুশমন। এই উদির পূর্ণ তাৎপর্য উপলব্ধি করে বাঘা ওয়াঙের স্বপ্ন ভেঙে গেল।