তরুণ মুকিম মলিকের জীবনটা হঠাৎ করেই বদলে যেতে শুরু করল। কোত্থেকে তার ঘরে একটা দুধসাদা সিলিং চলে এলাে। পুরােনাে সাদাকালাে টিভিটা নিজে থেকে ঠিক হয়ে গেল, ভারি সুন্দর রঙিন ছবি আসছে; নষ্ট স্টোভও কীভাবে যেন মেরামত হয়ে গেছে। মুকিম বুঝল এই সমস্যা কোনাে মানুষের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তার বাড়িটা খুবই সাধারণ, সেই বাড়ির সদর দরজাই রাতারাতি হয়ে উঠল ভিনগ্রহে যাবার একটা পথ, বাড়ি থেকে বেরােলেই সামনে দেখা যাচ্ছে ধু-ধু মরুভুমি। তারপর শূন্যে ভাসতে ভাসতে হাজির হলেন তেনারা, দেখা গেল দোভাষীর ভূমিকা পালন করছে কিশাের বিরাম…