চন্দিমা দীর্ঘদিন দেশে বিদেশে খোজে অবশেষে দেখা পেল বকুলের। তিন বছর পর দেখা হলেও সামান্য বদলায়নি বকুল। সেই আগের মতাে আছে। অগােছালাে চুল, এলােমেলাে দাড়ি, সাধারণ কাপড় পরে ক্যাম্পাসে বসে আছে বকুল। চুপিসারে পেছনে গিয়ে দাড়ায় চন্দ্রিমা। চন্দ্রিমা এখন নিয়মিত শাড়ি পরে। আজ নীল শাড়ি পরে এসেছে। কপালে নীল টিপ। নীল রঙ কিসের সংকেত? অবশ্যই বেদনার। সেওতাে জীবনে কম দুঃখ পায়নি। ভালােবাসার আশায় ভােজন, ভােগ-বিলাস সব ছেড়ে আজ কাঙ্গাল হয়ে বসে আছে। এমনকি স্বপ্ন দেখাও ভুলে গেছে সে। বুকে সাহস জমিয়ে বকুলের মুখােমুখি হয় চন্দ্রিমা।