এ গ্রন্থে বিশ্ব ইতিহাসের মোড় ফেরানো কয়েকটি মুহূর্ত ও সময়পর্বকে স্বতন্ত্র দৃষ্টিকোণ থেকে ফিরে দেখতে চেয়েছেন একালের এক অগ্রগণ্য চিন্তক-অর্থনীতিবিদ। পাশাপাশি বাংলা ও বাঙালির ইতিহাসের বহু প্রসঙ্গও এখানে ভিন্নতর বিশে−ষণে পাঠকদের কাছে নতুনভাবে ধরা দেবে। ইউরোপের রেনেসাঁ কি আদৌ বঙ্গীয় ভূখণ্ডে কোনো প্রভাব ফেলেছিল নাকি পুরোটাই ব্যর্থ অনুকরণে পর্যবসিত? উন্নয়নের গোলকধাঁধায় ঘুরে মানুষ ইতিহাসের কোন পরিণতির দিকে ধাবিত হবে? অর্থ কি মানবসভ্যতার সমৃদ্ধির জন্য ইতিবাচক না নেতিবাচক? সমাজতন্ত্রের পতনের বীজ কি নিহিত ছিল এর স্বপ্নদ্রষ্টাদের প্রভুসুলভ মনোভাবের ভেতরেই? বাংলার গ্রাম ও শহরের তফাৎ কীভাবে গড়ে দিল বাঙালির স্ববিরোধী ইতি-নেতি মানসিকতা? বাঙালিত্বের পরিসর কি নিছক বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ? ইতিহাসের প্রেক্ষাপটে অনেক তর্ক তুলবে, উস্কে দেবে বহু প্রশ্ন। পাঠের পর যেমন ইতিহাস-অনুসন্ধিৎসু পাঠকেরা ঋদ্ধ হবেন, তেমনি ইতিহাসকে নতুনভাবে নেড়েচেড়ে দেখার উৎসাহও জাগাবে।