অদম্য কৌতুহল, অজানা রহস্যে খোঁজে ছুটে যাওয়া, গা-ছম্ছম্ ভয়, রোমাঞ্চকর অভিজ্ঞতা- এসব নিয়েই ‘কাটামুখের রহস্য’। আমাদের চারপাশে প্রতিদিন কতোনা ঘটনা ঘটছে। কল্লা কাটার গুজব, গুম হয়ে যাওয়া মানুষের গল্প, বেওয়ারিশ লাশের খবর। রহস্য, রোমাঞ্চকর এসব ঘটনার নেপথ্যে থাকে ভয়াবহ সব কাণ্ড। মানুষরূরি দানবরাই ঘটায় এসব ঘটনা। শুনতে আজগবি গল্পের মতো অবিশ্বাস্য মনে হয়। নবীন-কিশোর মনেও এসব ভয়াবহ ঘটনা দাগ কাটে। তার কৌতুহলী মন আবিষ্কার করতে চায় গোপন রহস্য। রহস্যের কী শেষ আছে?