নবকুমার, কিংবদন্তি লেখক সমরেশ মজুমদারের অসাধারণ ট্রিলজি উপন্যাসের অসামান্য এক চরিত্র। এর সাথে যেন পরােক্ষে যুক্ত হয়ে আছে লেখক সমরেশের আত্মজৈবনিক সময় এবং পরিপার্শ্ব। কিন্তু কে এই নবকুমার? কী তার পরিচয়? উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম থেকে ভাগ্যের অন্বেষণে যুবক নবকুমার রওয়ানা দেয় কলিকাতার উদ্দেশ্যে। সফরসঙ্গী যাত্রাদলের মাস্টারদা নবকুমারকে প্রথমেই নিয়ে এলেন বিশ্বখ্যাত পতিতালয়। সােনাগাছিতে, তার পরিচিত পুরনােদিনের যাত্রার নামী অভিনেত্রী ‘শেফালি-মা’র ডেরায়। আর সেখানেই মনের অদ্ভুত রসায়নে। শেফালি-মা’র ভালাে লেগে গেল ছেলেটিকে। তারপর শুরু হয় নবকুমারের জীবনে অদ্ভুত পরম্পরা-ঘটন-অঘটন। প্রতিমুহূর্তে সৎ, সত্যভাষী নবকুমারের মনে হতে থাকে এই অচেনা শহরে সে বেমানান। এদিকে যাত্রাদলের বড়বাবু সিনেমার একজন প্রযােজকও। নবকুমারকে তিনি নির্বাচন করেন তার পরবর্তী সিনেমার নায়ক হিসেবে। টালিগঞ্জের নতুন নায়ক হওয়ার অপ্রত্যাশিত সুযােগ আসে নবকুমারের কাছে। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার এইরকম চমৎকার সুযােগ কি নবকুমার হেলায় হারাবে? নবকুমার কি শেষপর্যন্ত মানিয়ে নিতে পারলাে কলিকাতা শহরের সঙ্গে? অসাধারণ এই সিকুয়েল উপন্যাসের প্রথমটি কলিকাতায় নবকুমার; ‘ক্যালকাটায় নবকুমার’ সিকুয়েল শেষ হয়েছে ‘ফিল্মস্টার নবকুমার’-এ এসে। সিকুয়েলের পুরােটা জুড়ে উঠে এসেছে। নবকুমার-এর আলাে-অন্ধকারের বর্ণময় জীবন, তারপর সবকিছু ছেড়ে একদিন মাটি আর নাড়ির টানেই সে ফিরে যায় তার আজন্ম। শৈশবভিটায় কিন্তু কেন? কী এমন জীবন অভিজ্ঞান নবকুমারকে তাড়িত করেছিল জন্মভিটায় ফিরে যেতে? এইরকম জীবনের শতগুঢ় প্রশ্নের উত্তর মিলবে এই ট্রিলজি উপন্যাসে। সমরেশ মজুমদারের এই উপন্যাসত্রয়ী শুধু বৃহৎ উপন্যাসের তকমাতেই সীমাবদ্ধ নয়; এ যেন গ্রাম ও শহরের দ্বান্দ্বিকতা, নগর সংস্কৃতি- এক যুবকের জীবনদর্শন- তারই জীবনালেখ্যের মধ্য দিয়ে উঠে এসেছে তীব্র ও তীর্যকভাবে এবং পাঠককে দাঁড় করিয়ে দিয়েছে চূড়ান্ত মানবিক প্রশ্নের সামনে।