“লাভ ম্যারেজ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
‘মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান’, ‘কারো মনে আঘাত দিলে সে আঘাত লাগে কাবার ঘরে’, ‘প্রেম স্বর্গীয় উপাদান, ভালোবাসা আসে স্বর্গ থেকে,’ ‘ইউসুফ নবি প্রেম করেছেন, আমরা করলে দোষ কী’ ইত্যাকার নানান মুখরোচক ছন্দে গন্ধে আধুনিক তরুণ তরুণীদের যৌবনে এখন ভরা বর্ষাকাল। তাদের টইটম্বুর তারুণ্য-নদীর তীব্র জোয়ারে ছলাৎ ছলাৎ ঢেউ। এই ঢেউ আছড়ে পড়ছে বন্দরে-কন্দরে, গ্রামে-শহরে সর্বত্র। যৌবনের উত্তাল তরঙ্গে ভেসে যাচ্ছে সভ্যতার শক্ত পাটাতন। ধসে পড়ছে শ্লীলতা আর শিষ্টাচারের সুদৃঢ় প্রাসাদ।
তারুণ্যের আঙিনায় আজ ফণা তুলে আছে বিষাক্ত কালসাপ। তারই বিষছোবলে সভ্যতা আর শ্লীলতা নীলবর্ণ ধারণ করে আছে। ক্ষতবিক্ষত হয়ে পড়ছে সোনালি সম্ভাবনার অপার সম্পদ- যুবসমাজ। সন্ত্রাস, রাহাজানি, লুটপাট, খুন আর পাপাচারে প্লাবিত সমাজ নিজেই বিলাপ দিতে বাধ্য হচ্ছে। যুবকদের হাত আজ খুনের রক্তে রঞ্জিত, বিষাক্ত। এই যুবক-যুবতিরা যদি সঠিক আলোর দিশা পায়, তাদের নাগালে যদি থাকে সত্যের দীপশিখা; তাহলে তারা অন্তত নিজের জীবনটা ভয়ঙ্কর আঁধারের নিকষ অমানিশা থেকে রক্ষা করতে সক্ষম হবে। আর তারা মুক্তি পেলে মুক্তি পাবে পরিবার, সমাজ, দেশ ও জাতি।
সত্য-সুন্দর তারুণ্য আজ সোনার হরিণ। এই তারুণ্যকে জাগিয়ে তুলতে এবং যুবক-যুবতি তথা সকল নারী-পুরুষের কাছে যুগোপযোগী মুক্তির পয়গাম পৌঁছে দিতে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেছেন মিসরের দরদি সাহিত্যিক শায়খ ড. আলী তানতাবী রহ.। তিনি মানবতার কা-ারির বেশে আহ্বান জানিয়েছেন বিশ্বের যুবক-যুবতিদের। তাদের মুক্তির পথ আবিষ্কার করেছেন নিষ্ঠার সাথে, দরদি মনে। দিয়েছেন চমৎকার সব টিপস্ ও নানা প্রেসক্রিপশন। ব্যক্তিজীবনে আদর্শ মানুষ হয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন নাজাতলাভের ভিন্ন স্বাদের চমৎকার সেই সব টিপস্ই ‘লাভ মেরিজ’ শিরোনামে সংকলিত।
আশা করি টক-মিষ্টি-ঝাল ভরা এ বইটি সকলের প্রাণের খোরাক জোগাবে। “লেট ম্যারেজ” বইয়ের সংক্ষিপ্ত কথা:
প্রায়সই দ্বীনী ভাই বোনদের থেকে ম্যাসেজ আসে, তারা ফ্যামিলিতে বিয়ের কথা বলতে পারছেন না “কিভাবে বলা যায়?”; বিশেষ করে লজ্জার দরুন এই সমস্যায় বোনেরা বেশি ভোগেন। বাবা-মা মনে করেন মেয়েকে বিভিন্ন ডিগ্রি অর্জন করিয়ে তারপর বিয়ে দিবেন, এই দিকে মেয়ের বয়স ২৭-২৮ অতিক্রম করে ফেলে। অপরদিকে ছেলে জব করা সত্ত্বেও সন্তান সচেতন(!) অনেক পিতা-মাতাই শিশুতুল্য আচরণ করেন, “বিয়ের বয়স হয়নি”- বলে এক প্রকার ধোকার মধ্যে বসবাস করেন। এই দিকে ছেলে-মেয়ের চরিত্র নষ্টামিতে ছেয়ে যাচ্ছে এর কোনো খোঁজ খবর নেই।
তাই এবার কেবল মাত্র পিতা-মাতাকে উদ্দেশ্য করে শায়খ আলী তানতাভীর (রহ) “লেট ম্যারেজ” বই। ৬৩ পৃষ্ঠার ছোট্ট এই বইটিতে শায়খ দ্বীন, সাইন্স, সাইকোলজি, সকল পার্সপেক্টিভ থেকে লেট ম্যারেজের ভয়াবহতা তুলে ধরেছেন।