মাহবুব তালুকদারের রম্য কলাম ‘চাচার পাচালী’ দৈনিক মানব জমিনে ও-এর পাক্ষিক ম্যাগাজিন ‘জনতার চোখ’-এ প্রকাশিত হয় ২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত। অনিয়মিত কলাম হলেও এর পাঠকপ্রিয়তা ছিল অসাধারণ। সমসাময়িক রাজনীতি, নির্বাচন ও সামাজিক বিষয় নিয়ে তির্যক মন্তব্য কথোপকথোনের মাধ্যমে তুলে ধরাই ছিল লেখকের উদ্দিষ্ট। এতে লেখকের সাফল্য ছিল অতুলনীয়। এ বইয়ে লেখকের প্রায় দেড় শতাধিক রম্য কলাম থেকে ………. টি লেখা সংকলিত হয়েছে। এতে ২০১৩ সাল থেকে ২০১৬ সালের প্রকাশিত রচনায় এতে স্থান পেয়েছে।
বিস্ময় হচ্ছে রাজনীতি, নির্বাচন, সামাজিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে মাহবুব তালুকদারের লেখগুলো পুরোনো বা তামাদি হয়ে যায়নি। পত্রিকা প্রকাশের সময়ের মতোই এখনও তা সতেজ ও হৃদয়গ্রাহী। এর প্রধান কারণ রাজনীতি, নির্বাচন বা সামাজিক বিষয়গুলেঅ পূর্বের মতোই বর্তমানেও একই আবর্তে ঘুরপাক খাচ্ছে। বিগত বছরগুলোতে এসবের কোনো পরিবর্তন হয়নি। ফলে ‘চাচার পাচালী’র প্রতিটি কলামই প্রথম প্রকাশ কালের মতোই সমান উপভোগ্য। মনে হয় এসব রচনা বর্তমান পরিস্থিতিরই বিদ্রুপাত্মক পর্যবেক্ষণ।