“আমি মুক্তিযুদ্ধ সমর্থন করি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা চোখেও দেখেনি আজ তাদের বয়স কৈশাের পার হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির সংগ্রাম আজ তাদের কাছে কিংবদন্তি, ইতিহাসের গল্পগুজব মাত্র। অথচ মুক্তিযুদ্ধ কিংবদন্তি নয়, বানানাে গল্পও নয়। তিরিশ লক্ষ মানুষ নিজের বুকের রক্ত ঢেলে ১৯৭১ সালে পাকিস্তানের নােংরা থাবা থেকে মাতৃভূমিকে উদ্ধার করেছিল। সে-কথা কি ভােলবার, নাকি ভােলা যায়? মুক্তিযুদ্ধ বাঙালির গর্বের ধন, বাংলাদেশের একমাত্র অহংকার। দীর্ঘ ন’মাসের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল দশ বছরের একটি কিশােরও। সেই বীরগাথা সারা বিশ্বের সম্মুখে চিৎকার করে বাবার মতাে। বিপ্রদাশ বড়ুয়া এই বইয়ে সেই কাহিনিই শুনিয়েছেন। অবিশ্বাস্য, তবু সত্যি। তিনি নিজে মুক্তিযুদ্ধে শরিক হয়েছেন, তাঁর হাতিয়ার স্টেনগান-মর্টার নয়, কলম। ‘যুদ্ধজয়ের গল্প’ থেকে আজ পর্যন্ত তিনি কত কাহিনিই-না লিখেছেন আমাদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে। তবু গল্প তাঁর শেষ হয় না, মুক্তিযুদ্ধই তাঁর গর্ব ও অহংকার। বর্তমান গ্রন্থে মুক্তিযুদ্ধের দশটি গল্পের মালা গেঁথেছেন তিনি।