বাংলাদেশের সকল জেলায় পর্যটন ছুটির নিমন্ত্রণে (ভ্রমণ-সংস্কৃতি গাইড) বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কম্পিউটারে বিজয় ফন্টে লেখার নির্দেশনা পেয়ে প্রথমে প্রশ্ন করে বিজয় ফন্ট কী? তারা বিজয় বা ইউনিকোডে লিখতে জানে না। তাদের যে কোন এসাইনমেন্ট জমা দেয়ার সময় ইংরেজি বা বাংলা ফন্টের সাথে পরিচিত হতে হয়। ইংরেজি বা বাংলা ফন্টের মধ্যে প্রচলিত এবং সুন্দর বর্ণতনু নির্বাচনই শ্রেয়। তারা একটি এসাইনমেন্ট পেপার তৈরির পদ্ধতিতত্ব অনুযায়ী এসাইনমেন্ট প্রণয়ন করার পর তাকে উপস্থাপন ও প্রেরনের জন্য টাইপ করার প্রয়োজন। তখন ফ্রন্ট নির্বাচনের প্রসঙ্গ আসে। এসাইনমেন্টের মধ্যে কোন স্থানে নিজের নাম, আইডি এবং ছবি (প্রয়োজনে) নির্দিষ্ট জায়গায় লেখা/স্ক্যান করে যুক্ত করা এবং এসাইনমেন্টের প্রয়োজন অনুযায়ী এর মধ্যে গ্রাফ/চিত্র/সারণী/টেবিল সংযুক্ত করতে হবে। এছাড়া উদ্ধৃতি প্রদান ও তথ্য উৎস নির্দেশের মাধ্যমে তৈরি করতে হয়। এসাইনমেন্ট রচনা ও টাইপ শেষ করার পর ডাকে বা সরাসরি হার্ডকপি প্রেরণ এবং ই-মেইলে সফটকপি প্রেরণের প্রয়োজন বেশি অনুভূত হয়। কাজেই কিভাবে ইমেইলে সফটকপি লোড করতে হবে এবং প্রেরণ করতে হবে সেটাও জানতে হবে। এছাড়া রয়েছে প্রতিবেদন/রচনার ফল কী হল তা জানা। কোনো কোনো ক্ষেত্রে প্রতিবেদন/রচনার নম্বর পেলে তার প্রয়োজন শেষ হয়। এগুলো অনলাইনে লাইব্রেরীতে আর্কাইভিং অবস্থায় থাকে। কখনো কখনো পুস্তক বা সংকলন আকারে প্রকাশ করা হয় এবং তার ফল হয় সুদূরপ্রসারী। মানুষ ঐ প্রতিবেদন বা রচনার উপকার পেতে থাকে।