সবারই আকাঙ্খা থাকে একটি আলোকিত জীবনের। নিজের জীবনটা আলোকিত হোক, সফল হোক; তা কে না চায়! কিন্তু ক’জনে আর আলোকিত জীবনের সন্ধান পায়! কেউ পায় কেউ বা আবার মিছে মরিচীকার পিছনে ছুটে চলে অবিরাম। কারণ আলোকিত জীবনের মানদন্ড নির্ধারণ এর অজ্ঞতা। জীবনটাকে আলোকিত করতে হলে, পূর্বে যারা তাদের জীবন আলোকিত করে পৃথিবী থেকে চলে গিয়েও শত শত বছর ধরে পৃথিবীর তরে আলোকিত হয়ে আছেন! স্মরণীয়-বরণীয় হয়ে আছেন! তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদের জীবনাদর্শকে পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। তবেই আমাদের জীবন হবে আলোকিত ও সফল। বক্ষমাণ গ্রন্থ আমাদরেকে সেদিকেই নিয়ে যাবে। আলোকিত মানুষের সন্ধান দেবে। তাদের জীবনাদর্শ কেমন ছিল! কীভাবে তাদের জীবন আলোকিত হলো! সেসব বিষয় আমাদের সামনে তুলে ধরবে আরবের প্রখ্যাত লেখক ড. আয়িয আল করনির বর্ণনায়…