ঘরে তো ও একাই। একটু মনে করতে চেষ্টা করে। তবে কি ওয়াশরুমে যাওয়ার আগে বাবাকে ছাতাটা দিয়েছিল! না, এমনটা মনে পড়ছে না। আর বাহিরে তো এখন বৃষ্টি নেই। বাবা নিশ্চই ফিরে আসেনি ছাতা নিয়ে যাবার জন্যে। সাহসী মিদুল কেনো জানি একটা ধাক্কা খেল। ওয়াশরুম থেকে বের হয়ে এদিক—ওদিক না তাকিয়ে সোজা নিজের রুমে। হাত—পা মুছে ড্রেস পরে নেয়। কিন্তু কোনো ভাবেই ওর শরীর গরম হচ্ছে না। মনে হয় বরফ হয়ে আছে।