আমার নাম ছােটন কিন্তু আমার বাবাই যখন আমাকে বল্টু বলে ডাকেন, তখন বন্ধুরা তাে সেই নামেই ডাকবে? আমাদের পাশের বাসায় আমার এক বন্ধু থাকে তার নাম আরিফ এবং আমরা একই স্কুলের একই ক্লাসে পড়ি। সে আমার এমনই ভালাে বন্ধু যে ক্লাসে ফেল মারলেও এক সাথেই মারি। তবে আমার বন্ধুটি সব সময় কিছু না কিছু একটা অ্যাডভেঞ্চার করতে চায় এবং সেই এ্যাডভেঞ্চার ধরনের কাজের সাক্ষী এই আমিই। তবে এই বারের অ্যাডভেঞ্চার এর কাজ গুলাে ছিল বেশ জটিল এবং কষ্টসাধ্য এবং তা ছিল কীভাবে ভ্রণ থেকে প্রাণের সঞ্চার করা যায় , চল বন্ধুরা একবার এই সংকলনটি পড়ে দেখা যাক, এই ভ্রণের অ্যাডভেঞ্চার কথা। কীভাবে তার প্রাণের সঞ্চার করা গেল দিনের পর আন্তরিক যত্নের মাধ্যমে।