“তাবলীগের স্বরূপ” বইটির সম্পর্কে কিছু কথা:
দাওয়াত ও তাবলীগ আল্লাহর নির্দেশিত বিশেষ ফরয বিধান। উম্মতের একটি শ্ৰেণী উক্ত গুরু দায়িত্ব পালন করবেন, যারা হবেন পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে পারদর্শী অর্থাৎ শারঈ জ্ঞানে অভিজ্ঞ । বাকী সকল শ্রেণীর মানুষ। তাদেরকে সার্বিকভাবে সহযােগিতা করবে এবং তাদের সাথে সম্পৃক্ত থাকবে। তাওহীদ বুঝা, তাবলীগ করা ও আমল করার জন্য প্রধান শর্ত হল ইলম অর্জন। বিশেষ করে যারা দাওয়াতী কাজ করেন, তাদের জন্য শারঈ জ্ঞান অর্জন করা আবশ্যক, যাতে তারা দ্বীনের প্রকৃত স্বরূপ জনগণের সামনে। স্পষ্টভাবে তুলে ধরতে পারেন। বর্তমান শিরক-বিদআত ও নব্য জাহেলিয়াতের যুগে তাওহীদের দাওয়াতকে শক্তিশালী করার জন্য ইলমী কৌশলের বিকল্প কিছু নেই।