কোভিড-১৯ আজ বিশ্বজুড়ে সকলের মনকে ঘিরে রেখেছে। কত জীবন, কত ঘটনা, কত ভাবনা, কত দুঃখ, কত বিচ্ছেদ প্রতিনিয়ত ছোট হয়ে আসা এই পৃথিবীর প্রতিটি মানুষের মতো লেখককেও নাড়া দিয়ে চলেছে।
দৈনন্দিন চিন্তার জগতকে সীমাবদ্ধ করে পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখলেও বৃহত্তর পরিসর ও জগত সংসার নিয়ে আজকের বিশ্ব কাজী শীশকে প্রতিনিয়ত ভাবিয়ে তুলেছে। তবে ভাবনার ভেলাটা সুস্থিরভাবে এগোচ্ছে না। আটকে যাচ্ছে। মনের ভাব প্রকাশ করার ভাষা হারিয়ে যাচ্ছে। অজানা-অচেনা ভয় উদ্বিগ্ন করে তুলছে। এসব থেকে মুক্তির পথ খুঁজছেন লেখক। সেই সঙ্গে হতবিহবল বা দিশেহারা হওয়া থেকে পরিত্রান পাওয়ার পথও খোঁজা হয়েছে করোনাকালীন মন্থিত হৃদয় গ্রন্থে।