শতকরা নব্বই ভাগ পুরুষের ভাগ্য বউভাগ্যে খুললেও, বরভাগ্যে কত ভাগ নারীর ভাগ্য খোলে তা অবশ্য জানা যায়নি। কোন রহস্যময় কারণে পরিসংখ্যানবিদরা এ বিষয়ে শতকরার অংক করেনি, কে জানে! পরিসংখ্যানবিদরা বেশিরভাগ পুরুষ বলেই কী?
সতর্ক বাণীঃ কেমন করে জানি, রম্য গল্পের বই ‘বউভাগ্য’ গুটি কয়েক মানুষের হাতে পড়ে যায়। তাদের গুটিবাজির তাড়নায় রচিত হলো ‘বউভাগ্য’ এর কাউন্টার সিকুয়াল ‘বরভাগ্য’। এ বইয়ে ভাগ্য ফেরানোর কোন টিপস নেই। তারপরেও কেউ যদি চিপসের ঠোঙ্গা হাতে টিপসের আশায় ‘বরভাগ্য’তে ভাগ বসান, সে দায় লেখকের না।
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন কাওছার মাহমুদ।