ওয়াশিংটনের পর্যটন-বান্ধব সব দর্শনীয় স্থানে একের পর এক বোমা হামলা করা হচ্ছে। কে করছে, কেন করছে কেউ জানে না। হামলা করার কিছুক্ষণ আগে ফোন করে লোকেশন জানিয়ে হুমকিও দেওয়া হচ্ছে। এফবিআই থেকে শুরু করে সব সিকিউরিটি ফোর্সদের ঘুম হারাম হবার দশা। এসবের পেছনে কলকাঠি নাড়ছে কে বা কারা? তাদের উদ্দেশ্য কী? কী চায়? এবার বোমা হামলার হুমকিসহ মেসেজ এলো ডিটেকটিভ ক্রস এবং চিফ ব্রি স্টোনের মেয়ের মোবাইলে! বাচ্চাদের স্কুলে বোমা ফিট করে রাখা আছে! কী হচ্ছে এসব?