দেশে বিদেশে ঘটে যাওয়া ছোট বড় নানা ঘটনা এবং তার ঐতিহাসিক প্রেক্ষাপট একজন সচেতন মানুষকে কী ভাবে আলোড়িত করে তোলে তারই প্রকাশের ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে অনতিকাল বইয়ে। চলমান রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিষয় থেকে শুরু করে সাধারন বিলবোর্ড কিভাবে ঘাতক হয়ে উঠতে পারে লেখকের কলমের জাদুকরী স্পর্শে তা পেয়েছে সমান গুরুত্ব। তার গভীর পর্যবেক্ষণ এ উপলব্দি এনে দেয় যে, দীর্ঘদিনের সামরিক শাসন আমাদের আত্মবিশ্বাস, অনুসন্ধানস্পৃহা ও প্রত্যয় বিনষ্ট করে। চিন্তায় দৈন্যতা নিয়ে আসে। সমাজের ভেতরের নানা ক্লেদ ও রোগের উৎসসমূহ তুলে ধরেই লেখক বিরত থাকেনি। রোগ নিরাময়ের পথও দেখিয়েছে।