‘নারী’ লেখকের একান্তই বিশ্লেষণী আবেগের বহিঃপ্রকাশ। অগোছালো মনের আবেগআপ্লুত কিছু কথা। অপ্রতুল জ্ঞানে অসামান্য বিষয়ের বিবেকপ্রসূত এক আলেখ্য। যার ডাইমেনশন দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক অথবা দশ উর্দ্ধ একমাত্রিকও হতে পারে। তারপরও, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মতের সংশ্রব, অতএব সবার মতের সঙ্গে মিলে যাবে এমনটি ভাবার অবকাশ নেই। দৃঢ় বাক্য এই যে, বিশেষ কোনো ধর্ম-গোষ্ঠীকে অবমাননা বা হেয়প্রতিপন্ন করা নয় বরং প্রাচীন সমাজ-সভ্যতায়, ধর্মে-কর্মে, গোত্রে-উপগোত্রে নারীরা কেমন ছিলেন এবং বর্তমানকালে তারা কেমন আছেন– তারই চিত্র অঙ্কিত হয়েছে সংযত শব্দমালায়। পাঠকমহলের সমীপে আন্তরিক অনুরোধ গ্রন্থটির তথ্যসূত্রে বিশেষ দৃষ্টিক্ষেপন করার জন্য, বস্তুত অনর্থক বিভ্রান্তি অজ্ঞতার নামান্তর।