প্রথম ছড়ার বই ‘কানা বগির ছা’ বের হয়েছিল আটাশ বছর আগে, ১৯৯৩ সালে। সে কি উত্তেজনা! কোন ছড়াটা রাখব, কোনটাকে বিদায় করব-এ নিয়ে বিস্তর চিন্তাভাবনা। বই বের হওয়ার আগে ভয় ছিল- কেন আমার বই বিক্রি হবে? বইমেলায় বেশ কিছু নামি-দামি প্রকাশনাকে। দিয়েছিলাম চার-পাঁচ কপি করে স্টলে। রাখার জন্যে। কেউ রেখেছিল, কেউ অবহেলায় নিচে ফেলে রেখেছিল। দু’একটা স্টলে বই শেষ হয়েছিল প্রথম সপ্তাহেই। তারা সাদরে আরও চার-পাঁচ কপি চেয়েছিল। তাদের সেই উৎসাহ আর অনুপ্রেরণায় আজও লেগে আছি ছড়ার। পেছনে। দেখি না একটা ভাল ছড়া লিখতে। পারি কি না- এই বােধ সারাক্ষণ কাজ করে মাথায়। আটাশ বছর পর নতুন প্রকাশনা প্রতিষ্ঠান ‘সপ্তডিঙা’র কর্ণধার-কে সংস্করণ বের করার কথা বলতেই সাদরে মেনে নিলেন। এ ভাল লাগা প্রায় তিন যুগ ধরে লেখালেখিতে লেগে থেকে কিছু কিছু প্রাপ্তির সঙ্গে যুক্ত হল। বাকিটা পাঠকের ভালবাসা