“অ মীমাংসিত রহস্য” বইটির সম্পর্কে কিছু কথা:
ফেসবুকে এবং কিছু অনলাইন নিউজ পেপারে “অমীমাংসিত রহস্য” জাতীয় ঘটনাগুলাে খুব পপুলার। অনেক সিম্পল ঘটনাকেও অমীমাংসিত-রহস্যময়-ভয়ংকরভূতুড়ে-ভৌতিক-প্যারানরমাল ঘটনা বানিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেই পরিপ্রেক্ষিতে এই আর্টিকেলগুলাে লেখা। এখানে রহস্যময় কয়েকটি ঘটনা উপস্থাপন করা হয়েছে, এবং সেগুলাের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ব্যাখ্যাগুলাে কোনােটাই আমার নয়, সবই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ব্যাখ্যাটা জানলে সেগুলাে আর কোনাে রহস্যই থাকে না। তাই এই সিরিজের নাম অমীমাংসিত রহস্য। আমাদের সভ্যতা যত এগােচ্ছে, বিজ্ঞানের নতুন নতুন জিনিস তত বেশি আবিষ্কার হচ্ছে। অজানা জিনিস আমাদের জানা হয়ে যাচ্ছে। রহস্য আর রহস্য থাকছে না। অমীমাংসিত জিনিসগুলাের মীমাংসা হয়ে যাচ্ছে। এই সময়েও কেউ যদি ইচ্ছা করে জানা জিনিসকে অমীমাংসিত রহস্য হিসেবে উপস্থাপন করতে চায়, তাহলে তার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন উঠবে। ১৭টি ভিন্ন ভিন্ন রহস্য আছে এখানে। ৭টি রহস্য বাংলাদেশের, ১০টি দেশের বাইরের।