ওঁ থেকে উচ্চারিত কাজী জহিরুল ইসলামের ২৫তম কবিতাবই। কবি যখন লেখেন, আগুন দেখি না, শুধু দেখি তার ছায়া।/ছায়ার ক্ষমতা যে পেয়েছে টের/কায়ার দহনে তার পোড়ে না কিছুই, না সুখ না দুঃখ।/সে এক দৃষ্টি-বেহায়া’তখন পাঠক চমকে ওঠেন। অল্প কিছু শব্দ, কী যেন শুনিয়ে গেল খুব গোপনে, কোথায় যেন নিয়ে গেল। ছায়াই কি সব, এই ইহকাল? এ-কোন দৃষ্টি-বেহায়া? এই গ্রন্থে আছে পরিণত চিন্তার স্ফুরণ। ছোট ছোট কথা কিন্তু ধারণ করে আছে সুবিশাল এক-একটি ভাবনা। গ্রন্থে সন্নিবেশিত ১০০টি কবিতা মানবতা ও আধ্যাত্মিকতার এক সুবৃহৎ ক্যানভাস। কবি বলেন, বুকের তাপে উঠছে বেড়ে সাপ/অন্ধকারের রূপ দেখেছি/কোন সাহসে গিলবে আমায় অস্বীকারের পাপ? এমন সব সাহসী পঙ্ক্তিগুচ্ছের সম্ভার এই গ্রন্থ, বস্তুজগৎ ও আধ্যাত্মিকতার এক অনিবার্য সেতু। প্রতিটি কবিতার জন্য অসাধারণ সব ড্রয়িং করেছেন শিল্পী কাজী রকিব। যা গ্রন্থটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।