‘যুদ্ধ’ জীবনের অপরিহার্য অনুসঙ্গ। একেকটি জীবন ক্ষুদ্র ক্ষুদ্র হাজারো যুদ্ধের সমাহার। ইচ্ছা কিংবা অনিচ্ছায় আমাদের সেই যুদ্ধে অবতীর্ণ হতে হয়। ব্যক্তির জীবনের মতো জাতীয় জীবনেও কখনো কখনো যুদ্ধ হয়ে পড়ে অনিবার্য। সেরকম অনিবার্য একটি যুদ্ধ আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। মানব জীবনের অবিসংবাদিত যুদ্ধ এবং মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখক শায়লা রহমান তিথির পাঁচটি গল্পের সমাহারে- ‘যুদ্ধ জীবন ও স্বাধীনতা’।